Tuesday, November 22, 2016

নাসিক নির্বাচনে জালকুড়ি ৯নং ওয়ার্ড এ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ঘোষনা করা হলো সামছুল আলম বাচ্চুকে।।


স্টাপ রিপোর্টারঃ জালকুড়ি। 

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নাসিক নির্বাচনে  কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এলাকার কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক জনাব সামছুল  আলম বাচ্চু। এ সময় জনাব সামছুল আলম বাচ্চু বলেন আমাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সুযোগ দেওয়ার জন্যে জননেতা একে এম শামীম ওসমান নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠন কে ধন্যবাদ।আরো ধন্যবাদ  সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন,জালকুড়ি আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ,সহযোগী সংগঠন ও জালকুড়ি এলাকাবাসীকে।জালকুড়ি এলাকার সকল সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিত করুন, আমাদের সাথেই থাকুন।

Monday, November 21, 2016

জালকুড়িতে অয়ন ওসমানের জন্মদিন পালন।

নারায়নগঞ্জ জেলার জালকুড়িতে অয়ন ওসমানের জন্মদিন পালন করেছে জালকুড়ি ছাত্রলীগ  ।



স্টাপ রিপোর্টারঃ নারায়নগঞ্জ জেলার সিংহ পুরূষ নারায়নগঞ্জ জেলার রুপকার ও মাননীয় সংসদ সদস্য জনাব এ কে এম শামীম ওসমানের সুযোগ্যপুত্র জনাব অয়ন ওসমানের ২৯ তম জন্ম দিন কে স্বাগত জানিয়ে তার জন্মদিন পালন করেছে জালকুড়ি ছাত্রলীগ । এ সময় উপস্থিত ছিলেন উত্তরপাড়া আওয়ামীলিগ নেতা চানু ও অন্যান্য নেতারা । আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিলন , মুক্তি ছাদ্দাম মিন্টু । এবং এলাকার যুবক (আরিফুল মোশাররফ রাজু রাকিব অপু ফয়সাল মামুন আলিফ সজীব ) সহ আরো অনেকে। কেক কেটে অয়ন ভাইয়ের জন্মদিন সাফল্যমন্ডিত করেন ছাত্রলীগ নেতা মিলন। এক সংক্ষিপ্ত বক্তব্যে মিলন  বলেন অয়ন ভাই আমাদের পথ চলার প্রেরনা তার মত যেন আমাদের জীবনকে সাজাতে পারি সেই সাহস যেন আমরা ধারন করতে পারি ।

জালকূড়ি এলাকার সকল সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজের সাথে থাকুন আমাদের ফেসবুক পেইজ www.facebook.com/ourjalkuri ও www.facebook.com/yourjalkuri 

Sunday, November 20, 2016

কাউন্সিলর প্রার্থী বাচ্চু ভাইয়ের নির্বাচনি সালাম।

আল্লাহ সর্ব শক্তিমান



প্রিয় জালকুড়ি বসি,

 আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন।আমাদের এই জালকুড়ি উন্নয়নের জন্য চাই একজন ভালো নেতা যে, আমাদের এই জালকুরি উন্নয়নের কাজে কাজ করবে। তাই ২০১৬ সালে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন শুরু হতে যাচ্ছে। এখন আমাদের সময় এসেছে একজন ভালো নেতা নির্বাচিত করা।

এ লক্ষে আমাদের জালকুড়ির নয়নের মনি, জনাব সামছুল আলম বাছু ভাই, আমাদের জালকুড়ির উন্নয়নের কাজের জন্য কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচনে দাড়িয়েছেন। আপনারা তার নির্বাচনি সালাম গ্রহন করুন।

তাই আপনারা তাকে নির্বাচনে জয় যুক্ত করে জালকুড়ির উন্নয়নের কাজ করার সুযোগ করে দিন।


আমাদের ফেসবুক পেইজ www.facebook.com/Ourjalkuri

জালড়ির প্রতি মূহুর্তের খবর পেতে নিয়মিত আমাদের ওয়েব সাইট ভিজিট করুন।