Sunday, November 20, 2016

কাউন্সিলর প্রার্থী বাচ্চু ভাইয়ের নির্বাচনি সালাম।

আল্লাহ সর্ব শক্তিমান



প্রিয় জালকুড়ি বসি,

 আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন।আমাদের এই জালকুড়ি উন্নয়নের জন্য চাই একজন ভালো নেতা যে, আমাদের এই জালকুরি উন্নয়নের কাজে কাজ করবে। তাই ২০১৬ সালে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন শুরু হতে যাচ্ছে। এখন আমাদের সময় এসেছে একজন ভালো নেতা নির্বাচিত করা।

এ লক্ষে আমাদের জালকুড়ির নয়নের মনি, জনাব সামছুল আলম বাছু ভাই, আমাদের জালকুড়ির উন্নয়নের কাজের জন্য কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচনে দাড়িয়েছেন। আপনারা তার নির্বাচনি সালাম গ্রহন করুন।

তাই আপনারা তাকে নির্বাচনে জয় যুক্ত করে জালকুড়ির উন্নয়নের কাজ করার সুযোগ করে দিন।


আমাদের ফেসবুক পেইজ www.facebook.com/Ourjalkuri

জালড়ির প্রতি মূহুর্তের খবর পেতে নিয়মিত আমাদের ওয়েব সাইট ভিজিট করুন।

1 comment: