Monday, November 21, 2016

জালকুড়িতে অয়ন ওসমানের জন্মদিন পালন।

নারায়নগঞ্জ জেলার জালকুড়িতে অয়ন ওসমানের জন্মদিন পালন করেছে জালকুড়ি ছাত্রলীগ  ।



স্টাপ রিপোর্টারঃ নারায়নগঞ্জ জেলার সিংহ পুরূষ নারায়নগঞ্জ জেলার রুপকার ও মাননীয় সংসদ সদস্য জনাব এ কে এম শামীম ওসমানের সুযোগ্যপুত্র জনাব অয়ন ওসমানের ২৯ তম জন্ম দিন কে স্বাগত জানিয়ে তার জন্মদিন পালন করেছে জালকুড়ি ছাত্রলীগ । এ সময় উপস্থিত ছিলেন উত্তরপাড়া আওয়ামীলিগ নেতা চানু ও অন্যান্য নেতারা । আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিলন , মুক্তি ছাদ্দাম মিন্টু । এবং এলাকার যুবক (আরিফুল মোশাররফ রাজু রাকিব অপু ফয়সাল মামুন আলিফ সজীব ) সহ আরো অনেকে। কেক কেটে অয়ন ভাইয়ের জন্মদিন সাফল্যমন্ডিত করেন ছাত্রলীগ নেতা মিলন। এক সংক্ষিপ্ত বক্তব্যে মিলন  বলেন অয়ন ভাই আমাদের পথ চলার প্রেরনা তার মত যেন আমাদের জীবনকে সাজাতে পারি সেই সাহস যেন আমরা ধারন করতে পারি ।

জালকূড়ি এলাকার সকল সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজের সাথে থাকুন আমাদের ফেসবুক পেইজ www.facebook.com/ourjalkuri ও www.facebook.com/yourjalkuri 

1 comment: